BBC News বাংলা এর ফেইক ওয়েবসাইট
BBC News বাংলা এর ফেইক ওয়েবসাইট। কোন ফেইক নিউজ ছড়ানোর অভিসন্ধি থেকে ফেইক ওয়েবসাইট পরিচালনা করা হতে পারে। সকল ফেইক নিউজের ছড়িয়ে পড়া রুখতে আমাদের সতর্কতা জরুরী।
একটু ভেবে এবং যাচাই করে শেয়ার করি
শেয়ারের সময় একটু যাচাই করি ফেইক আইডি কিনা। শত শত বছরের ধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থান কেউ নষ্ট করার চেষ্টা করছে কিনা। আমরা শেয়ার করে সেইসব পরিকল্পিত উগ্রপন্থীদের সাহায্য করছি নাতো? পারস্পরিক শ্রদ্ধাবোধ আর ভালোবাসার আমাদের এই সোনার বাংলা কোন উগ্রপন্থীদের পরিকল্পনায় নষ্ট হতে না দেই।
গুগল ইমেজ সার্চ: জানুন ছবির আদ্যোপান্ত
আপনার কম্পিউটার থেকে https://images.google.com এ গিয়ে যে কোন ছবি আপলোড করতে পারবেন। ছবিটি যদি অন্য কোথাও আগে ব্যবহৃত হলে তবে সাধারণত তা রেজাল্টে আসবে। রেজাল্টে আপনি দেখতে পাবেন ছবিটি আগে কোথায় ব্যবহার করা হয়েছে, ছবিটি মূলত কোন স্থানের এবং ছবটির প্রাসাঙ্গিকতা নিয়ে তথ্য পাবেন। আর যদি ছবিটি নতুন হয় সেক্ষেত্রে সাধারনত কোন রেজাল্ট আসবে না। […]