কিভাবে চিহ্নিত করবেন ফেইক ছবি?
আজকাল আমরা সবাই কম বেশি সোস্যাল মিডিয়া ব্যবহার করি, যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার সহ অনেক কিছু। এগুল দিয়ে প্রিয়জনদের সাথে যেমন যোগাযোগ করতে পারি তেমনি পারি বিশ্বের নানা প্রান্তের দুর্দান্ত সব খবর ছবি সহ দেখতে।
আগেকার দিনে আমরা খবর পেতাম সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে। কিন্তু এখন খবর হাতের মুঠোয় পৌছে দিতে ইন্টারনেট বেজড অনেক নিউজপোর্টাল আছে।
সমস্যার শুরু সেখান থেকেই। অনেক ভুয়া খবর ছবি সহ এমন ভাবে আমাদের সামনে তুলে ধরা হয়, যে বিশ্বাস না করে উপায় থাকেনা।
কিন্তু খবরটা সতয নাকি মিথ্যা তা আমরা ঐ ছবি দিয়েই বীর করে ফেলতে পারি।
কিন্তু কিভাবে???????
এর জন্য আমরা একদম সহজ কিছু পদ্ধতি অনুসরন করতে পারি—-
১। কোন ছবি ফেক না রিয়েল তা বের করতে ছবিটি ডাউনলোড করে গুগল ইমেজে আপলোড করলে ছবিটি নিয়ে তথ্য পাওয়া যায়। মোবাইল থেকেও সহজে Reverse.photos এ গিয়ে গুগল ইমেজে ছবি চেক করতে পারবেন।
২। FotoForensics.com এ আপনি ছবির Error Level Analysis করে ধারনা করতে পারবেন ছবিটি এডিট করা কিনা।
৩। যে সোর্স থেকে সংবাদটি পেয়েছেন সেখানে পূর্ববর্তী সংবাদ্গুলো যাচাই করে দেখতে পারেন সোর্সটি বিশ্বাসযোগ্য কিনা।
৪। পেজ বা ওয়েবসাইটের নাম দেখতে পারেন যেমন প্রথম আলু বা কলার কন্ঠ প্রভৃতি নামের পেজ বা সাইট থেকে বিভ্রান্তি ছড়ানো হতে পারে।
৫। সর্বোপরি আমরা কোন সংবাদ শেয়ার করার আগে একাধিক সোর্স থেকে নিশ্চিত হয়ে নেই সংবাদটি সঠিক কিনা। আমাদের একটু অসতর্কতা ঘটাতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা কিছু অসহায় মানুষ হারাতে পারে সর্বস্ব।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!