কোন ছবি এডিট করা মনে হলে সহজেই অনলাইনে কিছু পরীক্ষা করে দেখা যায়।
১। গুগল ইমেজঃ
কোন ছবি ফেক না রিয়েল তা বের করতে ছবিটি ডাউনলোড করে গুগল ইমেজে আপলোড করলে ছবিটি নিয়ে তথ্য পাওয়া যায়।
কম্পিউটারেঃ https://images.google.com/
মোবাইলেঃ https://reverse.photos
২। ফটো ফরেনসিকঃ
https://fotoforensics.com/ এ আপনি ছবির Error Level Analysis করে ধারনা করতে পারবেন ছবিটি এডিট করা কিনা।