একটু ভেবে এবং যাচাই করে শেয়ার করি
শেয়ারের সময় একটু যাচাই করি ফেইক আইডি কিনা। শত শত বছরের ধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থান কেউ নষ্ট করার চেষ্টা করছে কিনা। আমরা শেয়ার করে সেইসব পরিকল্পিত উগ্রপন্থীদের সাহায্য করছি নাতো? পারস্পরিক শ্রদ্ধাবোধ আর ভালোবাসার আমাদের এই সোনার বাংলা কোন উগ্রপন্থীদের পরিকল্পনায় নষ্ট হতে না দেই।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!