গুগল ইমেজ সার্চ: জানুন ছবির আদ্যোপান্ত

আপনার কম্পিউটার থেকে https://images.google.com এ গিয়ে যে কোন ছবি আপলোড করতে পারবেন।

ছবিটি যদি অন্য কোথাও আগে ব্যবহৃত হলে তবে সাধারণত তা রেজাল্টে আসবে। রেজাল্টে আপনি দেখতে পাবেন ছবিটি আগে কোথায় ব্যবহার করা হয়েছে, ছবিটি মূলত কোন স্থানের এবং ছবটির প্রাসাঙ্গিকতা নিয়ে তথ্য পাবেন। আর যদি ছবিটি নতুন হয় সেক্ষেত্রে সাধারনত কোন রেজাল্ট আসবে না। তবে শুধুমাত্র যদি সার্চ রেজাল্টে না আসে তবে এটা প্রমানিত হয় না যে ছবিটি সঠিক। শুধুমাত্র গুগল ইমেজ সার্চের মাধ্যমে আপনি সাধারনত শতভাগ নিশ্চিত হতে পারবেন না ছবিটি সঠিক ভাবে আপনার কাছে উপস্থাপিত হয়েছে কিনা। তবে আপনি অধিকাংশ সময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। গুজব ছড়ানোর ক্ষেত্রে মাঝে মাঝে পুরানো কোন সহিংসতা বা আগে ঘটে যাওয়া কোন ঘটনার ছবিকে ভুল্ভাবে, ভুল বিবরণ সহ উপস্থাপন করা হয়। এসব ক্ষেত্রে সত্যতা যাচাইয়ে গুগল ইমেজ সার্চ অত্যন্ত কারযকর। মোবাইলে আপনি কম্পিউটারের মত একই উপায়ে গুগল ইমেজ সার্চ ব্যবহার করতে পারবেন না তবে মোবাইল থেকেও সহজে Reverse.photos এ গিয়ে গুগল ইমেজে ছবি সার্চ করতে পারবেন।

কিভাবে চিহ্নিত করবেন ফেইক ছবি?

আজকাল আমরা সবাই কম বেশি সোস্যাল মিডিয়া ব্যবহার করি, যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার সহ অনেক কিছু। এগুল দিয়ে প্রিয়জনদের সাথে যেমন যোগাযোগ করতে পারি তেমনি পারি বিশ্বের নানা প্রান্তের দুর্দান্ত সব খবর ছবি সহ দেখতে।

আগেকার দিনে আমরা খবর পেতাম সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে। কিন্তু এখন খবর হাতের মুঠোয় পৌছে দিতে ইন্টারনেট বেজড অনেক নিউজপোর্টাল আছে।

সমস্যার শুরু সেখান থেকেই। অনেক ভুয়া খবর ছবি সহ এমন ভাবে আমাদের সামনে তুলে ধরা হয়, যে বিশ্বাস না করে উপায় থাকেনা।

কিন্তু খবরটা সতয নাকি মিথ্যা তা আমরা ঐ ছবি দিয়েই বীর করে ফেলতে পারি।

কিন্তু কিভাবে???????

এর জন্য আমরা একদম সহজ কিছু পদ্ধতি অনুসরন করতে পারি—-

১। কোন ছবি ফেক না রিয়েল তা বের করতে ছবিটি ডাউনলোড করে গুগল ইমেজে আপলোড করলে ছবিটি নিয়ে তথ্য পাওয়া যায়। মোবাইল থেকেও সহজে Reverse.photos এ গিয়ে গুগল ইমেজে ছবি চেক করতে পারবেন।

২। FotoForensics.com এ আপনি ছবির Error Level Analysis করে ধারনা করতে পারবেন ছবিটি এডিট করা কিনা।

৩। যে সোর্স থেকে সংবাদটি পেয়েছেন সেখানে পূর্ববর্তী সংবাদ্গুলো যাচাই করে দেখতে পারেন সোর্সটি বিশ্বাসযোগ্য কিনা।

৪। পেজ বা ওয়েবসাইটের নাম দেখতে পারেন যেমন প্রথম আলু বা কলার কন্ঠ প্রভৃতি নামের পেজ বা সাইট থেকে বিভ্রান্তি ছড়ানো হতে পারে।

৫। সর্বোপরি আমরা কোন সংবাদ শেয়ার করার আগে একাধিক সোর্স থেকে নিশ্চিত হয়ে নেই সংবাদটি সঠিক কিনা। আমাদের একটু অসতর্কতা ঘটাতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা কিছু অসহায় মানুষ হারাতে পারে সর্বস্ব।  

যেভাবে দেখবেন কোন ইউটিউব ভিডিও অন্য ইউটিউব ভিডিও থেকে হুবহু নকল কিনা

 Youtube DataViewer

https://citizenevidence.amnestyusa.org/

 

কোন ছবি যেমন সহজেই গুগল ইমেজে সার্চ দিয়ে দেখা যায় ভিডিওর জন্য এমন সহজ কোন টুলস নেই। তবে ইউটিউব ভিডিও অন্য কোন ইউটিউব ভিডিও থেকে

পুরোপুরি নকল কিনা তা যাচাই করার জন্য Youtube DataViewer টুলসটি ব্যবহার করা যায়। কিন্তু আংশিক নকল ভিডিও খুঁজে পেতে টুলসটি কার্যকরী নয়।

টুলসটিতে ভিডিও সার্চের পাশাপাশি ভিডিওর ভেতরের কিছু স্টিল ইমেজ সরাসরি গুগল ইমেজে সার্চ দিয়ে দেখার অপশন আছে।