ব্যাক্তিগত কাজের জন্য কোন ধর্ম বা জাতিকে দায়ী না করি।
কারো ব্যাক্তিগত কাজের জন্য সমষ্টিগত ট্যাগ দিলে আমাদের ধর্মীয় বিদ্বেষ বাড়বে। আমরা অসচেতন ভাবে হিংসা আর ঘৃণা না ছড়াই। কারো ব্যাক্তিগত কাজের জন্য শুধুমাত্র সেই ব্যাক্তি ও তাকে কেউ সহযোগীতা করলে সেই দায়ী। কোনভাবে তার ধর্ম বা জাতিকে দায়ী করা যুক্তিযুক্ত নয়।