গুগল ইমেজ সার্চ: জানুন ছবির আদ্যোপান্ত

আপনার কম্পিউটার থেকে https://images.google.com এ গিয়ে যে কোন ছবি আপলোড করতে পারবেন।

ছবিটি যদি অন্য কোথাও আগে ব্যবহৃত হলে তবে সাধারণত তা রেজাল্টে আসবে। রেজাল্টে আপনি দেখতে পাবেন ছবিটি আগে কোথায় ব্যবহার করা হয়েছে, ছবিটি মূলত কোন স্থানের এবং ছবটির প্রাসাঙ্গিকতা নিয়ে তথ্য পাবেন। আর যদি ছবিটি নতুন হয় সেক্ষেত্রে সাধারনত কোন রেজাল্ট আসবে না। তবে শুধুমাত্র যদি সার্চ রেজাল্টে না আসে তবে এটা প্রমানিত হয় না যে ছবিটি সঠিক। শুধুমাত্র গুগল ইমেজ সার্চের মাধ্যমে আপনি সাধারনত শতভাগ নিশ্চিত হতে পারবেন না ছবিটি সঠিক ভাবে আপনার কাছে উপস্থাপিত হয়েছে কিনা। তবে আপনি অধিকাংশ সময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। গুজব ছড়ানোর ক্ষেত্রে মাঝে মাঝে পুরানো কোন সহিংসতা বা আগে ঘটে যাওয়া কোন ঘটনার ছবিকে ভুল্ভাবে, ভুল বিবরণ সহ উপস্থাপন করা হয়। এসব ক্ষেত্রে সত্যতা যাচাইয়ে গুগল ইমেজ সার্চ অত্যন্ত কারযকর। মোবাইলে আপনি কম্পিউটারের মত একই উপায়ে গুগল ইমেজ সার্চ ব্যবহার করতে পারবেন না তবে মোবাইল থেকেও সহজে Reverse.photos এ গিয়ে গুগল ইমেজে ছবি সার্চ করতে পারবেন।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।